সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক | চ্যানেল খুলনা

মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

চ্যানেল খুলনা ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ীতে আট বছরের এক মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার তালিমুল কোরআন ক্যাডেট মাদরাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম কাওসার আলী (২১)। তিনি নওগাঁ জেলার সাপাহার থানার নিশ্চিন্তপুর গ্রামের নুরুল হকের ছেলে।
নিপীড়নের শিকার ওই ছাত্রের মা জানান, গত ১২ ডিসেম্বর পরীক্ষার শেষদিন তিনি তার ছেলেকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার মাদরাসায় যাওয়ার জন্য বলেন। কিন্তু সে কিছুতেই মাদরাসায় যেতে চায়নি। এক পর্যায়ে সে যৌন নির্যাতনের বিষয়টি আমাকে জানায়।

আজ বিকেলে ছাত্রের নানা ও মা মাদরাসার পরিচালককে এ বিষয়ে অভিযোগ করেন। পরে খবর পেয়ে পুলিশ ওই মাদরাসায় যায় এবং সেখান থেকে ওই শিক্ষককে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।

এ ব্যাপারে তালিমুল কোরআন ক্যাডেট মাদরাসার পরিচালক আতিক বীন আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের ঘটনা আমার আগে জানা ছিল না। আজই জেনেছি। শিক্ষকের পরিবারকেও তা জানানো হয়েছে। আজ থেকে এই শিক্ষককে বরখাস্ত করা হলো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক ঘটনা স্বীকার করেছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

খালার বাড়িতে ঈদের উপহার দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ ভাইয়ের

ঈদ করা হলো না বাবা-মেয়ের

কেঁদেও শেষ রক্ষা হলো না, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩

চুরি করতে গিয়ে ধরা, ছাত্রদল-যুবদলের চার নেতাকর্মীকে গণপিটুনি

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।