নৈতিকতা এবং মূল্যবোধসম্পন্ন আত্মনির্ভর ও উন্নত জীবন গঠনে সুশিক্ষা সর্বোত্তম হাতিয়ার। কেবলমাত্র মানসম্মত সুশিক্ষাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে মর্মে উল্লেখ করেছেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। চট্টগ্রামের হাটহাজারী উপজেলাস্থ কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজে এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচী ‘ইন্সপায়ারিং এন্ড এনগেইজিং স্টুডেন্টস টু এসডিজি’ ক্যাম্পেইনের ১১তম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ এর সভাপতিত্বে গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, শিক্ষাবিদ ও লেখক শামসুদ্দিন শিশির, এমদাদুল ইসলাম বাবু, আশিক সায়েম, তানিয়া আক্তার, মুহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।