চ্যানেল খুলনা ডেস্কঃকুষ্টিয়া সদর উপজেলায় তৈরিকৃত ইটে সঠিক পরিমাপ না থাকায় ৩ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে এমআইএইচ ব্রিকসের মালিক শামীম রেজাকে ৫০ হাজার টাকা ও কেএএস ব্রিকসের মালিক শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইটের মাপ ছোট থাকায় এর আগে এনবিসি ব্রিকসের মালিক শিহাব উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে ছোট মাপের ইট তৈরি ও বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছে। সোমবার অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫০ হাজার করে ১ লাখ টাকা ও অন্য আরেকটি ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।