সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মালদীপে সাফা কনফারেন্সে : বিএইচবিএফসি ড. সেলিমের | চ্যানেল খুলনা

মালদীপে সাফা কনফারেন্সে : বিএইচবিএফসি ড. সেলিমের

সম্প্রতি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস্ (সাফা) এর আয়োজনে ‘সাসটেইনএবিলিটি স্ট্যান্ডার্ডস’ শীর্ষক এক কনফারেন্স দ্বীপরাষ্ট্র মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে প্যানেল আলোচক হিসেবে আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বক্তব্যে ড. সেলিম বৈশ্বিক রূপকল্প এবং লক্ষ্য ‘একবিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ এবং ২০৫০ এ নেট জিরো ট্রানজিশন অর্জনে টেকসই মান এবং রিপোর্টিং এর বাস্তবায়ন ছাড়া অন্য কোন বিকল্প নেই মর্মে উল্লেখ করেন। টেকসই মান গ্রহণ এবং এর সঠিক বাস্তবায়নে টেকসই ধারণাকে বোর্ড-রুম থেকে ইঞ্জিন রুম পর্যন্ত নিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্টেকহোল্ডারগণের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।

এসময় তিনি টেকসই মান বাস্তবায়নে সরকারকে ভিশন ঠিক করে সমাজকে এর যথার্থ বাস্তবায়নের দিকে ধাবিত করা, সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় টেকসই মানের বাস্তবায়ন, টেকসই মান ব্যবহারে ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা করাসহ গ্রীণট্যাক্স এবং টেকসই মান ব্যবহারে বাধ্যবাধকতার জন্য যুগোপযোগী আইনের বিধান প্রতিষ্ঠা করার জন্যও আহ্বান জানান।

এ প্রসঙ্গে তিনি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টেকসই ব্যবসায়িক মডেল তৈরী করে প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে সকল পক্ষকে অনুপ্রাণিত করার মাধ্যমে টেকসই মান পরিপালনের বিশেষ উদ্যোগ চলমান রাখার ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার ৩১ সদস্যের কমিটি অনুমোদন

ক্যাডেটরা দেশের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম: ব্রি: জেনারেল মো. মিজানুর রহমান

খুবির কর্মচারী মো. শফিকুল ইসলামের ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

খুলনা আলোচনা, দোয়া ও কেক কেটে নব যাত্রার সূচনা আমার দেশ পত্রিকার

কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে  ডি-নথির ব্যবহার প্রয়োজন : উপ-উপাচার্য

ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূতের খুবি ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।