চ্যানেল খুলনা ডেস্কঃপ্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বলে থুথু দেয়া নিষিদ্ধ করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারই প্রেক্ষিতে শ্রীলংকার টি-২০ অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে সর্তক করলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বল’এ চুমু খেতে মালিঙ্গাকে নিষেধ করেন টেন্ডুলকার। ক্যারিয়ারের শুরু থেকেই বল করার জন্য দৌড় শুরুর আগে বলে চুমু খান মালিঙ্গা। এটি তার দীর্ঘদিনের অভ্যাস। কিন্তু করোনার সময়ে বল’এ থুথু বা চুমু কোনটাই দেয়া যাবে না।
মালিঙ্গার এই দীর্ঘদিনের অভ্যাস বদলে ফেলতে বললেন টেন্ডুলকার। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মালিঙ্গার উদ্দেশ্যে এক টুইট করে টেন্ডুলকার। টেন্ডুলকার লিখেছেন, ‘বল’এ থুথু লাগানোর নিয়ে আইসিসির নতুন আইনের কারণে কোনো একজনকে তার দীর্ঘদিনের অভ্যাস বদলে ফেলতে হবে! এ বিষয়ে মালিঙ্গা কী বলে?’
টেন্ডুলকারের এমন টুইটের পর এখনো কিছু বলেননি আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৫৪৬ উইকেট নেয়া মালিঙ্গা।