পিয়া জান্নাতুল
মা হলেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৭ মিনিটে নগরীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন পিয়ার স্বামী ফারুক হাসান সামীর।
বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে ফারুক হাসান সামীর বলেন—খুবই ইমোশনাল একটি মুহূর্ত এটি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কী যে ভালো লাগছে! দেখতে খুব মিষ্টি হয়েছে। আমরা ওর নাম ঠিক করেছি অ্যারিস হাসান।
আগামী ২২ ফেব্রুয়ারি পিয়ার মা হওয়ার সম্ভাব্য তারিখ ছিল। কিন্তু তার আগেই আজ সিজারের মাধ্যমে জন্ম নিল এই দম্পতির প্রথম সন্তান। মা-ছেলে দুজনেই ভালো আছে বলে জানিয়েছেন সামীর।
গত বছরের ৮ অক্টোবর অন্তঃসত্ত্বা হওয়ার খবর রাইজিংবিডিকে জানান পিয়া। গর্ভবতী অবস্থায় একাধিক ফটোশুটে অংশ নেন তিনি। সেসব ছবি ও ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়। অন্তঃসত্ত্বা পিয়া নানা অভিজ্ঞতার কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান সামীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। ৬ বছর প্রেম করে ২০১৪ সালের ১৫ জুন সমীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির এটি প্রথম সন্তান।
পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হওয়ার। তাই পড়াশোনা করছেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন।
২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকাখ্যাতি আরো বাড়িয়ে দেয়। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া।