খুলনাা থেকে প্রকাশিত ‘দৈনিক খুলনা টাইমস’ সরকারি মিডিয়া তালিকাভুক্ত (ডিএফপি) হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) রোকসানা আক্তার স্বাক্ষরিত গত ৩০ মার্চ পত্রিকাটি মিডিয়া তালিকাভুক্ত করাসহ সরকারি বিজ্ঞাপনের হার নির্ধারণপূর্বক পত্র জারি করা হয়।
খুলনাা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিক্লারেশন প্রাপ্ত পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মো. সুমন আহমেদ। প্রকাশনা শুরু হয় ২০১৮ সালের ২ ডিসেম্বর তারিখ থেকে । এবং ৩০ মার্চ ২০২২ তারিখে সরকারি মিডিয়া তালিকাভুক্ত হয়। সরকারি মিডিয়াভুক্তির ফলে এখন থেকে ‘দৈনিক খুলনা টাইমস’ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে।
সরকারি মিডিয়া তালিকাভুক্ত করায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সম্পাদক মো. সুমন আহমেদ বলেন, এর মাধ্যমে দৈনিক খুলনা টাইমস’র নতুন দিগন্তের সূচনা হলো। আপামর মানুষের জন্য কাজ করবে দৈনিক খুলনা টাইমস।