সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মুক্তিপণ আদায়ে পর্যটকদের আটকে রাখা হতো টর্চার সেলে | চ্যানেল খুলনা

মুক্তিপণ আদায়ে পর্যটকদের আটকে রাখা হতো টর্চার সেলে

কক্সবাজার শহরে পর্যটকসহ সাধারণ মানুষকে অপহরণ ও ছিনতাইকারী চক্রের টর্চার সেল থেকে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার মধ্যরাতে শহরের পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কক্সবাজার শহরের ঘোনারপাড়ার বান্টু দাশের ছেলে উজ্জ্বল দাশ (২৮), একই এলাকার মৃত বিমল দে এর ছেলে উৎপল দে (২৯), মৃত দুলাল ধরের ছেলে বিধান ধর (৩০) ও কাজল রুদ্রের ছেলে অন্তর রুদ্র (২২)।

পুলিশ জানায়, কক্সবাজার শহরের পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ের পরিত্যক্ত একটি ঘরকে আস্তানা হিসেবে ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে পর্যটকসহ সাধারণ মানুষকে অপহরণ, ছিনতাই ও মুক্তিপণ আদায় করে আসছে বলে খবর পায় র‍্যাব। এ তথ্যের ভিত্তিতে চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে নজরদারি শুরু হয়। সোমবার মধ্যরাতে অপরাধী চক্রের কয়েকজন সদস্য আস্তানায় অবস্থান করছে এমন খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। র‍্যাব সদস্যরা সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেললে ছয়-সাতজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। পরে আস্তানায় তল্লাশি চালিয়ে একটি কিরিচ, তিনটি ছোরা, তিনটি চোরাই মোবাইল ফোন পাওয়া যায়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, পর্যটকসহ সাধারণ মানুষকে টার্গেট করে মোবাইল, টাকা লুট করত বলে চক্রের সদস্যরা জানিয়েছে। একই সঙ্গে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো তারা।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

আজহারীর মাহফিলে মোবাইল-স্বর্ণালঙ্কার চুরি, ২২ নারী আটক, থানায় ৪৭ জিডি

খেজুরের রস খেতে গিয়ে সড়কে গেল ৩ বন্ধুর প্রাণ

কাভার্ডভ্যানের পাটাতনে ৬০ কেজি গাঁজা, চালক নিজেই মাদককারবারি

পিরোজপুরে সেনাবাহিনীর কম্বল বিতরন

ঝটিকা মিছিল শেষে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।