মুজিবনগরে মাদকসেবীর কারাদণ্ড-জরিমানা
মেহেরপুর: মাদক বহন ও সেবনে অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় আছানুর আলী নামে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করাও হয়েছে।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আলী ওই উপজেলার মোনাখালী গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে।
ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বাংলানিউজকে জানান, বিকেলে মোনাখালী বাজার এলাকায় ২০ গ্রাম গাঁজাসহ আটক হয় আলী। পরে দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
সন্ধ্যায় আলীকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।