চ্যানেল খুলনা ডেস্কঃমুজিববর্ষের (২০২০) অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় জাদুঘরে বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জনগণের প্রত্যাশা বন্ধুপ্রতিম ভারত উভয় দেশের জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, এমন কোনো কাজ করবে না। পরস্পর বন্ধুত্বের মাধ্যমেই বাংলাদেশ-ভারত এগিয়ে যাবে।তিনি বলেন, বাংলাদেশ সরকার একাত্তরের মুক্তিযুদ্ধে সরাসরি অবদান রাখায় ৩৮০ শহীদ ভারতীয় সেনা সদস্যকে সম্মাননা স্মারক দেবে।