মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মাগুরায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা ২০২১ এর আয়োজন করা হয়। ৬ মার্চ (শনিবার) সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক প্রতিযোগিকে নিয়ে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মিনি ম্যারাথনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব সাইফুজ্জামান শিখর।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মাগুরা, লে: কর্নেল আতিফ সিদ্দিকি, পি এস সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান জেলা পরিষদ, মো: আবু নাসির বাবলু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মো: খুরশিদ হায়দার টুটুল, মেয়র মাগুরা পৌরসভা।
মিনি ম্যারথন দৌর প্রতিযোগিতা মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়াম থেকে শুরু করে সদরের আবালপুর স্কুল হয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামে ফিরে আসে। দুই শতাধিক প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অর্জন করেন, মো: শাহিন হোসেন, দ্বিতীয় হয়েছে মো: লাবলু, তৃতীয় হয়েছে মো: সাইমুম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে বোঞ্জ’র মেডেল, ক্রেস্ট, ও সনদপত্র প্রদান করা হয়।