আন্তর্জাতিক ডেস্কঃদ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ীদের দ্বারা প্রতিষ্ঠিত জাতিসংঘের সুরক্ষা কাউন্সিল (ইউএনএসসি) মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা করছে না। এমনটাই দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়্যেপ এরদোগান।
‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ উদ্বোধনকালে এই মুসলিম নেতা বলেছেন, ‘মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় সংস্থাটি পুরোপুরি ব্যর্থ। কেননা বর্তমান ব্যবস্থা কেবল ভেটো শক্তিধারী পাঁচটি রাষ্ট্র- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার গঠিত স্থায়ী সদস্যদের পক্ষে রয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মতে বিশ্বব্যাপী সমস্যার এমন একটি সমাধান খুঁজে পাওয়া উচিত, যা স্বার্থভিত্তিক দৃষ্টিভঙ্গিকে পরিবর্তনের মাধ্যমে মানুষ ও বিবেককে কেন্দ্র করে হবে।’
এরদোগানের ভাষায়, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমরা যেসব প্ল্যাটফর্মে অংশ নিয়েছি, সেখানে আমি কেবল মানবতা ও মুসলমানদের দ্বারা উত্থিত সমস্যাগুলো উত্থাপন করেছি। তিনি বলেন, ‘তুরস্ক সবসময় বলে আসছে, অবিলম্বে ন্যায়বিচারের ভিত্তিতে বিশ্ব ব্যবস্থায় নতুন একটি কাঠামো গঠন প্রয়োজন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। এবার সম্মেলনটির এজেন্ডা হিসেবে নির্ধারিত হয়েছে- উন্নয়ন ও সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সুশাসন, ন্যায়বিচার ও স্বাধীনতা, সংস্কৃতি ও পরিচয়, বাণিজ্য ও বিনিয়োগ, শান্তি-সুরক্ষা ও প্রতিরক্ষা এবং প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থাপনার মতো সাতটি বিষয়।