বেসামরিক প্রশাসনের চাকরিরত অবস্থায় কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারী আর্থিক অনুদান প্রদান নীতিমালার আওতায় ৯টি পরিবারের মাঝে ৮ লাখ টাকা করে মোট ৭২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
রোববার (২ মার্চ) বেলা ১২টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ চেক প্রদান করা হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে আর্থিক চেক প্রদান করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্থিক অনুদান প্রদান নীতিমালার আওতায় বর্তমান অর্ন্তবর্তী সরকার সহযোগিতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ ৯টি পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হলো। আগামীতে এ অনুদান প্রদান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত। এসময়ে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ আমিরুল আরাফাত।
অনুষ্ঠানে চেক গ্রহণ করেন- মৃত পুলিশ কনষ্টেবল আব্দুল বাতেনের পক্ষে মৌসুমি আক্তার যুথী, মৃত পুলিশ কনষ্টেবল আশরাফুল আলমের পক্ষে মাহফুজা আক্তার, মৃত পুলিশের পরিচ্ছন্নতাকর্মী আতিয়ার রহমানের পক্ষে রওশন আরা খানম, মৃত পুলিশের বাবুর্চি বজলুর রহমান সরদারের পক্ষে রওশন আরা বেগম, বন বিভাগের নৌকা চালক মৃত শেখ মোঃ বাচ্চু মিয়ার পক্ষে শাহিনা, প্রত্তত্ব অধিদপ্তরের অফিস সহায়ক মৃত ফজিলাতুন নেছার পক্ষে রুস্তুম আলী হাওলাদার, ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেল কার্যালয়ের মেইল ক্যারিয়ার মৃত হাফিজুর রহমানের পক্ষে জেসমিন বেগম, পুলিশের এস আই প্রয়াত কাজী আতিকুর রহমানের পক্ষে তানিয়া আক্তার শিলা এবং ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনালের সহকারী রেজিষ্ট্রার প্রয়াত রায়হান আলী মোল্লার পক্ষে রেহেনা বেগম চেক গ্রহণ করেন।