মাগুরায় জনতা ব্যাংকের এক মৃত গ্রাহকের একাউন্ট থেকে টাকা গায়েব এর অভিযোগ উঠেছে, পরে অবশ্য টাকা ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ঘটনার বিবরণে জানা যায়, মাগুরা শহরতলীর আতর আলী সড়কের বাসিন্দা আতিকুর রহমান ২০০২ সালের ৩০ মে জনতা ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব চালু করেন। পরে ২০১৩ সালে তিনি মারা যান। মারা যাওয়ার সময় তার ওই ব্যাংক হিসাবে ৮ লাখ ৪৮ হাজার ৯২৬ টাকা সঞ্চয় ছিল।
গত ৩০ আগস্ট আতিকুর রহমানের ভাতিজা ব্যাংক স্টেটমেন্ট তুলতে গেলে ম্যানেজার জানান, ওই হিসাবে মাত্র ৩৪ হাজার ৯৯১ টাকা আছে। যদিও দুই-তিনদিন পর ব্যাংক কর্তৃপক্ষ পুরো টাকাই ফেরত দিয়েছে।
বিষয়টি সম্পর্কে ব্যাংকের এরিয়া প্রধান মো. মাহাবুবুর রহমান বলেন, ‘মৃত ব্যক্তির হিসাব থেকে অন্য হিসাবে টাকা সরানোর কোনো ঘটনাই ঘটেনি। আপনারা এসব খবর কোথায় পান? আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যান। আমার যা বলার বলে দিয়েছি।’ জানতে চাইলে ব্যাংকে ওই সময় কর্মরত আরেক কর্মকর্তা বিশ্বজিৎ কুমার কুণ্ডু এমন কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি করেন।
তবে টাকা সরানোর দুই ভাউচারের অনুমোদনকারী কর্মকর্তা রোজিনা পারভীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।