যুক্তরাষ্ট্রসহ পুরো উত্তর আমেরিকা মহাদেশের নাম পরিবর্তন করে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের পরামর্শ দেওয়ার প্রতিক্রিয়ায় বুধবার (৮ জানুয়ারি) এ মন্তব্য করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নিয়মিত সংবাদ সম্মেলনের এক পর্যায়ে রসিকতার ছলে শেইনবম বলেন, মেক্সিকান আমেরিকা নামটা তো বেশ! এ সময় ১৬০৭ সালের উত্তর আমেরিকার একটি মানচিত্রের দিকে নির্দেশ করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মেক্সিকোর কানকুন পর্যন্ত বিস্তৃত গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা রাখার পরামর্শ দেন ট্রাম্প।
মঙ্গলবারের ওই সংবাদ সম্মেলনে পানামা খাল ও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়েও আভাস দেন তিনি।
ট্রাম্পের হম্বিতম্বির জবাব দিতেই যেন সংবাদ সম্মেলনে পুরোনো মানচিত্র ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আলফনসো সুয়ারেজ দেল রিয়ালকে নিয়ে প্রস্তুত হয়েই এসেছিলেন শেইনবম।
সঙ্গে থাকা মানচিত্র দেখিয়ে দেল রিয়াল বলেছেন, সপ্তদশ শতাব্দী থেকেই মেক্সিকান আমেরিকা নামটি প্রচলিত। আমেরিকা মহাদেশের পুরো উত্তরাঞ্চলই এ নামে পরিচিত ছিল।
রসিকতাচ্ছলে এমন দাঁতভাঙা জবাব দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে উষ্ণ সম্পর্ক কামনা করেন শেইনবম। তিনি বলেছেন, ট্রাম্পের কথা বলার একটা বিশেষ ভঙ্গিমা রয়েছে। তবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বলে তিনি আশাবাদী।