সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
মেসির চুক্তি ফাঁস, স্প্যানিশ দৈনিককে বার্সার হুমকি | চ্যানেল খুলনা

মেসির চুক্তি ফাঁস, স্প্যানিশ দৈনিককে বার্সার হুমকি

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সবশেষ আকাশছোঁয়া অঙ্কের চুক্তির তথ্য ফাঁস করেছে স্প্যানিশ দৈনিক এল মুন্দো।

চুক্তি ফাঁসের পর বিষয়টি নিয়ে ইউরোপের ফুটবলে তোলপাড় শুরু হয়েছে।

মুন্দোর প্রতিবেদন বলছে, ২০১৭ সালে সবশেষ বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছিলেন মেসি। চুক্তিটির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। চার বছর মেয়াদী এই চুক্তির মোট অঙ্ক প্রায় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো।

সে হিসেবে ২০১৭ সাল থেকে প্রতি মৌসুমে বার্সেলোনা থেকে মেসির আয় করেন ১৩ কোটি ৮০ লাখ ইউরো!

এমন হিসাব দেখিয়ে ক্রীড়াদৈনিকটি এটাই প্রমাণ করে যে, বার্সেলোনার বর্তমান অর্থনৈতিক মন্দার জন্য বিশেষভাবে দায়ী এই মেসির আকাশছোঁয়া অংকের চুক্তি। করোনা মহামারী মূল দায়ী নয়। এর কারণে সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে মাত্র।

এদিকে এল মুন্দোর এই চুক্তি ফাঁসের ঘটনায় বিব্রত অবস্থায় পড়েছে বার্সেলোনা ও মেসি। খেলোয়াড় ও ক্লাবের ‘গোপন’ তথ্য এভাবে গণমাধ্যমে প্রকাশে ক্রীড়াদৈনিকটির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ বার্সেলোনা কর্তৃপক্ষ। স্প্যানিশ পত্রিকাটির বিরুদ্ধে ‘যথাযথ আইনি ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছে বার্সেলোনা।

রোববার এক বিবৃতিতে কাতালান ক্লাবটি জানিয়েছেন, খেলোয়াড় ও ক্লাবের মধ্যে চুক্তির ‘গোপন’ তথ্যাদি গণমাধ্যমে প্রকাশে ক্লাবের কেউ জড়িত নয়। এতে বার্সেলোনা কর্তৃপক্ষের কারও কোনো সংশ্লিষ্টতা নেই। এমন কর্মের জন্য এল মুন্দোর বিরুদ্ধে ‘যথাযথ আইনি ব্যবস্থা’ নেবে বার্সেলোনা।

প্রসঙ্গত, আর্জেন্টাইন খুদেরাজ লিওলেন মেসি মাত্র ১৩ বছর বয়সে ২০০০ সালে বার্সেলোনায় যোগ দেন। ২০০৪ সালে বার্সার জার্সি গায়ে মাঠে নামেন। দলটির হয়ে ৭৫৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে রেকর্ড ৬৫০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ২৮০টি গোল করিয়েছেনও আর্জেন্টাইন তারকা।

ক্যারিয়ারের পুরোটা সময় বার্সেলোনাতেই খেলেছেন মেসি। এখন পর্যন্ত দলটির হয়ে ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি কোপা দেল রে সহ অনেক শিরোপা জিতেছেন।

তথ্যসূত্র: ইএসপিএন

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ফকিরহাটে বঙ্গবন্ধু জাতীয় ৪০তম পুরুষ এবং ১৭তম নারী ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

অস্ত্রোপচার করাতে হচ্ছে ইংলিশ তারকার

ফকিরহাটের বেতাগায় চারদলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বিসমিল্লাহ ফিড মিলস লি:

বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা

সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।