ক্রীড়া ডেস্কঃবর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। ফিফার এবারের বর্ষসেরা ফুটবলারের তালিকায়ও রয়েছে এ দুইজনের নাম। এক সাক্ষাৎকারে এ দুই ফুটবলারকে নিয়ে নিজের মতামত জানালেন কোহলি। তার মতে মেসির চাইতে রোনালদোই ক্যারিয়ারে বেশি চ্যালেঞ্জ নিয়েছেন।
গত ১১ বছর ধরেই ফুটবল বিশ্বকে মুগ্ধ করে চলেছেন রোনালদো ও মেসি। প্রতিদিনই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমে গড়ছে একের পর এক রেকর্ড। দুইজনই সমান পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছেন। এ দুইজনের মধ্যে কে সেরা তা নিয়ে দুইজনের ভক্তকুলেই চলে তুমুল তর্ক-বিতর্ক। কখনও কখনও সে তর্কে সামিল হন ফুটবলার, ক্রিকেটারসহ নানা অঙ্গনের সেলিব্রেটিরাও। এবার মেসি ও রোনালদোকে নিয়ে নিজের মতামত জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
মেসির চাইতে রোনালদো বেশি চ্যালেঞ্জ নিয়েছেন জানিয়ে ফিফার ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘আমার মতে ও (রোনালদো) বেশি চ্যালেঞ্জ নিয়েছে। সব কটিতে সে সফলও হয়েছে। সেই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। ও কী পরিমাণ পরিশ্রম করে, সেটা আমি দেখেছি। এর কোনো তুলনা হয় না। ও অন্যদের জন্য অনুপ্রেরণা। আর খুব বেশি কেউ মনে হয় না এতটা করতে পারে। এর মধ্যে একজন নেতার সত্তা আছে। এটাও আমার ভাল লাগে। ওর আত্মবিশ্বাসও অবিশ্বাস্য পর্যায়ের।’
কোহলি আরও বলেন, ‘আমার কাছে ক্রিস্টিয়ানো বাকি সবার থেকে ওপরে। ওর আত্মনিবেদন বা পরিশ্রমের তুলনা চলে না। সাফল্যের জন্য ও কতটা পাগল, সেটা প্রতি ম্যাচেই বোঝা যায়।’
এছাড়া তরুণ ফুটবলার এমবাপ্পেকে নিয়েও মন্তব্য করেন কোহলি। তাকে অসাধারণ আখ্যা দিয়ে কোহলি বলেন, ‘আমার চোখে এমবাপ্পে অসাধারণ। আর্জেন্টিনা ম্যাচে ও যে গতিতে বলটা নিয়ে বেরিয়ে গিয়েছিল, সেটা ভোলা সত্যিই কঠিন। ও একটা দানব (ইতিবাচক অর্থে)। অবশ্যই একদিন সে সেরাদের সেরা হবে। নিঃসন্দেহে সে বিশ্বমানের খেলোয়াড়।