পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ শহরের ৯ নং ওয়ার্ড গোরস্তানপাড়া এলাকার মাদীনাতুল উলুম কওমী মাদরাসা লিল্লাহ বোডিং ও এতিম খানায় এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের অর্থ পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা।
তিনি তার অনুভূতিতে বলেন, যদিও আমরা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছি তবে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক দিক এবং এতিম শিশুদের ইফতার করাতে পেরে নিজের মনের কাছে ভালো অনুভূতি কাজ করছে। আমরা চাই প্রত্যেকটি শিশু তার মৌলিক অধিকার ভোগ করুক। সমাজের বিত্তবান ব্যক্তি এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এগিয়ে আসলে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা সম্ভব। আগামীতে বড় পরিসরে সবুজ আন্দোলন নারী পরিষদের উদ্যোগে নারী ও শিশুদের জন্য কাজ করার প্রস্তুতি চলছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ও সভাপতি মাওলানা ক্বারী মোহাম্মদ মোখলেছুর রহমান, তরুন বক্তা ও মাদ্রাসার সহকারী পরিচালক শিক্ষক হাফেজ যুবায়ের আহমেদ, শিক্ষক মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাস আব্দুল মজিদ। এ সময় সকলের উদ্দেশে মোনাজাত পরিচালনা করা হয়।