মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া মোড় এলাকায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামের শিপু হোসেনের স্ত্রী জেসমিন খাতুন ও তার ২ বছর বয়সী ছেলে সন্তান ইমাম হোসেন। এ ঘটনায় শিপু হোসেন সামান্য আহত হয়েছেন। তাকে একটি স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শিপু হোসেন মোটরসাইকেলে বামন্দী থেকে নিজ গ্রামের দিকে আসছিলেন। হাওড়াপাড়া মোড়ে একটি ইজিবাইককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় পেছন থেকে আসা বালি বহনকারী ড্রাম ট্রাক মা ও শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জেসসিন খাতুন ও তার ছেলে ইমাম হোসেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।