চ্যানেল খুলনা ডেস্কঃমেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার তেতুলবাড়িয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও মদ উদ্ধার করা হয়।
৪৭ বিজিবি অধিনায়ক কুষ্টিয়া ব্যাটালিয়ন মো. রফিকুল আলম জানান, তেতুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. কাশেম মল্লিকের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ী মাঠ নামক স্থান থেকে ভারতীয় ১২ বোতল মদ এবং পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ দিকে, গাংনী উপজেলা শহড়াতলা বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী গোপাল কান্তির নেতৃত্বে হাজীপাড়া মাঠ নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।