বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপি’র মরহুমা মায়ের মাগফেরাত কামনায় শনিবার দুপুরে কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।
পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদারের আয়োজনে সকাল থেকে শুরু হয় খতমে কোরআন অনুষ্ঠান। জোহর নামাজ বাদ পৌর চত্বরে শেখ হেলাল উদ্দিনের মা মরহুমা বেগম রিজিয়া নাসের এর মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন হয়। অনুষ্ঠানে পৌর সভার সকল কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, ঈমাম, সুধিজন সহ পৌর সভার শত শত লোক অংশগ্রহন করে।
দোয়া পরিচালনা করেন বারইখালী খানকা শরীফের পরিচালক মো.আব্দুল হাই।