সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে, অস্ত্র ও গুলিসহ বনদস্যু আটক | চ্যানেল খুলনা

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে, অস্ত্র ও গুলিসহ বনদস্যু আটক

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদস্যদের অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু আনারুল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকা থেকে তাকে আটক করা হয়ে। এসময় তার কাছ থেকে অবধৈ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা (বিসিজিএস সোনার বাংলা) জাহাজের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় বনদস্যু আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় কোস্ট গার্ড মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে সেখানে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুদলের সদস্যরা দৌড়ে বনের গহীনে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বনদস্যু আনারুল বাহিনীর সক্রিয় সদস্য মোঃ বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে ওই এলাকায় তল্লাশী করে ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলী উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপন আদায়ের সাথে জড়িত থাকার পাশাপাশি দস্যু আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদসহ বাজার ও বিভিন্ন মালামাল দিয়ে সহযোগিতা করে আসছে। আটককৃত বনদস্যু বিল্লাল হোসেন খুলনার জেলার কয়রা থানার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুসহ আটককৃত বনদস্যুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে, অস্ত্র ও গুলিসহ বনদস্যু আটক

মোরেলগঞ্জে মৎস্য ঘেরে ভাসছিল মুখে টেপ প্যাঁচানো যুবকের মরদেহ

ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৯টি ওর্য়াড বিএনপি নির্বাচন সম্পন্ন

মোংলায় ধর্ষণের ভিডিও করে ফাঁদ, স্কুলছাত্রীর আত্মহনন

মোল্লাহাটে অপহৃত তিন শ্রীলংকান নাগরিক উদ্ধার : আটক ৪

চিতলমারীতে টাকায় মিলছে না ধান কাটার শ্রমিক, দিশেহারা চাষি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।