মোংলায় হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ এপ্রিল) গভীর রাতে মোংলার জয়মনিরগোল বালুর মাঠ এলাকায় থেকে মাংসগুলো উদ্ধার করা হয়। এসময় জব্দ করা চোরাকারবারী কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. মাহবুব হোসেন জানায়, একদল হরিণ শিকারী সুন্দরবন থেকে মাংস নিয়ে কিনারে উঠে আসছে এমন খবর আসে কোস্ট গার্ডের কাছে। সেই সংবাদের সুত্রধরে জয়মনি এলাকায় কোস্ট গার্ডের একটি টিম অভিযান চালায়। চোরা শিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বালুর এলাকায় মাংসগুলো ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী করে বস্তা ভর্তি ১টি চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা। এসময় বালুর মাঠের পাশে নদীর চর থেকে হরিণ শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে করা এর সাথে জড়িত তার তথ্য অনুসন্ধান চলছে।
গত এক মাস আগে ঠিক একই জায়গায় একটি দোকানে বস্তা ভর্তি প্রায় ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছিল কোস্ট গার্ড, নৌপুলিশ এ বন বিভাগের যৌথ বাহিনী। তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানায় চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা।
পরবর্তীতে উদ্ধারকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জের নন্দবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল অব্যাহত রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় এ কর্মকর্তা।