মোংলায় কঠোর বিধি নিষেধের মধ্যেও করোনার পরিস্থিতি আরো অবনতি। গত ২৪ ঘন্টায় ৫৯ জনের করোনা পরিক্ষায় ৩৩ জন আক্রান্ত, মৃত্যু হয়েছে দুই জনের। ভারত থেকে পণ্য নিয়ে আসা নৌযানের নাবিকদের ও ভারতসহ বিভন্ন অঞ্চল থেকে আসা লোকজনের কারণেই সংক্রমণ ছড়ানোর দাবি স্থানীয়দের। ৮ দিনের চলতি বিধি নিষধে চতুর্থ দিনের মতো চলছে, সংক্রমণ নিয়ন্ত্রণ না হলে আগামী সপ্তাহ থেকে কঠোর লকডাউনের ঘোষণা জেলা প্রশাসকের।
মোংলা উপজেলাব্যাপী করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের মাঝে বাড়ছে আতংঙ্ক। মোংলা বন্দর নগরীর উপজেলায় গত এক সপ্তাহে করোনা পজিটিভ রোগীর সংখ্যা প্রায় ৯৬ জন। তাই আক্রান্তের হার প্রায় ৬৫ শতাংশেরও বেশী বলে জানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র পরিচালক ডাঃ জিবেতোষ বিশ্বাস।
তিনি আরও বলেন, দেশের সামুদ্রিক বন্দর হওয়ায় মোংলা বন্দর কেন্দ্রিক কাজের জন্য বহিরাগত মানুষের আনাগোনা অনেক বেশি। বহিরাগতদের পাশাপাশি স্থানীয় জনগণও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে না। তবে বহিরাগত লোকজনদের শহরে প্রবেশে ৬টি পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে সার্বক্ষণিক পাহারায় রয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
বিধিনিষেধ চরার মধ্যেও অনেক জায়গায় দেখা যাচ্ছে দোকানপাট খুলে রাখতে, চলছে চায়ের দোকনে পুর্বের ন্যায় আড্ডা আর জনসমাগম।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ব্যাবস্থা নাজুক। সঠিক ভাবে করোনা পরিক্ষা নেয়া হচ্ছেনা। করোনা পরিক্ষার পুর্বে লক্ষন দেখলেই তাদের না দেখেই ফিড়িয়ে দেয়া হয় বাসায় গিয়ে নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য। কিন্ত কি হয়েছে তাও নির্নয় করা যাচ্ছে না এবং চিকিৎসা কার্যক্রম চলছে নাম মাত্র।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে রোববার (৩০ মে) থেকে উপজেলাব্যাপী কঠোর বিধিনিষেধ চলছে। তার পরেও যদি নিয়ন্ত্রন করতে না পারি তা হলে কঠোর লকডাউনের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এছাড়াও মোংলায় নিত্যপ্রয়োজনীয় ছাড়া সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। ভারত থেকে আসা সব কর্মচারী যেন নৌযান থেকে নামতে না পারেন, সে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে মোংলা বন্দরের পণ্য উঠা-নামার কাজ স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মে চলবে বলেও বন্দর চেয়ারম্যানের বরাত দিয়ে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মাদ আজিুর রহমান জানান, মোংলায় ৮ দিনের কঠোর বিধি নিষেধ চলছে। সাধারণ মানুষ যদি এ বিধি নিষেধ না মেনে চলে, তাহলে সামনে মোংলায় কঠোর লকডাউন ঘোষনা করার কঠোর হুশিয়ারি দেন। তিনি সবাই কে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে সাবধানে চলাচলের পরামর্শ দেন জেলা প্রশাসক।