জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোংলার মিঠাখালী বাজারের এক ইলেকট্রিক ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষরা। আহত ব্যবসায়ী মোঃ জাকির শেখকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এ ঘটনায় পাঁচজনকে আসামী মোংলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত রবিবার সকালে উপজেলার মিঠাখালী বাজারে এ মারপিটের ঘটনা ঘটে।
থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, মিঠাখালী গ্রামের জাকির হোসেন ১০ বছর আগে এক একর জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন। কিন্তু একই গ্রামের ফজলু শেখের ছেলে নাছির শেখ, নাছির শেখের ছেলে নাইমুল শেখ, আজিজ গোলদারের ছেলে সাইফুল গোলদার, আনাছার শেখের ছেলে রুমি শেখ ও মোঃ নাসিরের স্ত্রী ছালমা বেগম দীর্ঘদিন ধরে ওই জমি থেকে জাকিরকে উচ্ছেদ করতে নানা রকম পায়তারা করে আসছে। ঘটনার দিন রবিবার সকালে এ নিয়ে শালিস বৈঠকের আয়োজন করা হলে তাতে আপত্তি জানায় অভিযুক্তরা। শালিসের আয়োজন করায় তারা ক্ষিপ্ত হয়ে জাকিরকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্নক যখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে নাছির শেখ, সাইফুল গোলদার, রুমি শেখ, নাইমুল শেখ ও ছালমা বেগমকে আসামী করে হাসপাতালে ভর্তি আহত জাকির শেখের ভাই জাহিদ শেখ বাদী হয়ে সোমবার থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।