সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মোংলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

মোংলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মোংলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিশুদের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামের বাসিন্দা দিনমজুর দেলোয়ার শেখের (৪৪) শিশু পুত্র মোঃ জীম (০৫) ও তার ভাইপো লাভলু শেখের (২৫) শিশু কন্যা বৃষ্টি (০৪) তাদের বাড়ী উঠানে খেলা করছিলো। শুক্রবার সকাল থেকেই শিশু দুইটি চুলা, আচা, দা, পাতা নিয়ে রান্নাবান্নার খেলা করছিলো। খেলার কোন এক ফাঁকে পুকুর থেকে পানি তুলতে গিয়ে পানিতে পড়ে যায় তারা। পরে বাড়ীর উঠানে তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এর এক পর্যায়ে জীমকে পুকুরে ভেসে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে তার পিতা দেলোয়ার। পরে ভাইপো লাভলুর মেয়েকে পুকুরে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ওই দুই শিশুকে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম তাদের মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, পুকুরে ডুবে সেখানেই তাদের মৃত্যু হয়। পরে মৃত শিশুদের তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন।
নিহত শিশু জীম তার পরিবারের সাথে থাকতেন। আর বৃষ্টি তার ফুফু হিরা বেগমের কাছে থাকতেন। বৃষ্টির বাবা লাভলু ও মা চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন।
জীমের পিতা দেলোয়ার পেশায় দিনমজুর আর বৃষ্টির বাবা গার্মেন্টস শ্রমিক।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে এবং নিহত শিশুদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফকিরহাট মডেল থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন মহড়া

ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ

রামপালে অসহায় পরিবারের গরু-ছাগল ফেরত পেতে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।