মোংলায় নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে শ্যামা পূজা। উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ চাঁদপাই সার্বজনীন দুর্গা মন্দিরে মঙ্গলবার শুরু হয় শ্যামা পূজার পূজা-অর্চনা। মন্দির কমিটি ও গ্রামবাসীর আয়োজনে এ পূজা উদযাপন হচ্ছে। পূজার অর্থ ও সার্বিক ব্যবস্থাপনা করেন প্রবাসী দীপু মৃধা। দক্ষিণ চাঁদপাই গ্রামের বাসিন্দা প্রবাসী দীপু মৃধার উদ্যোগে এবারই প্রথম দক্ষিণ চাঁদপাই সার্বজনীন দুর্গা মন্দিরে শ্যামা পূজা উদযাপিত হচ্ছে। আগামীতেও প্রতি বছর এ শ্যামা পূজা করার কথা জানিয়েছেন পূজার ব্যবস্থাপক দীপু মৃধা ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা শ্রীমতি সুসমা মৃধা।
দক্ষিণ চাঁদপাই সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি শংকর মন্ডল বলেন, গত ২৪ অক্টোবর অমাবশ্যার তিথিতে শ্যামা পূজার দিন ছিলো। কিন্তু ওই সময়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে তখন করা সম্ভব হয়নি। তাই মঙ্গলবার থেকে শ্যামা পূজা উদযাপন করা হচ্ছে। শ্যামা পূজার পাশাপাশি বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিবেশিত হচ্ছে পদাবলী কীর্তন। এতে খুলনার তেরখাদার রাম কৃঞ্চ সম্প্রদায় পরিবেশন করছেন নিমাই সন্নাসী পালা আর
বাগেরহাটের কচুয়ার অশোক মিত্র সম্প্রদায় পরিবেশন করছে ভক্ত নরোত্তম পালা। পূজা ও কীর্তন উপভোগে দিন গড়িয়ে গভীর রাত পর্যন্ত মন্দির চত্বরে সহস্রাধিক নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে। পূজা ও কীর্তন পালা শেষে শুক্রবার দিনের জোয়ারে শ্যামা পূজার প্রতিমা বিসর্জন দেয়া হবে বলে জানান মন্দির কমিটির নেতা শংকর মন্তল। এদিকে এ পূজাকে ঘিরে সেখানে বসেছে মেলার আদলে বিভিন্ন দোকানপাটও।