বাগেরহাট প্রতিনিধিঃচোরাকারবারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ২৬ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি-কাপড় পশুর নদীর ত্রী মোহনা থেকে আটক করে।আমদানী নিষিদ্ধ ও অবৈধপথে পাচার করে আনা ভারতীয় বাল্কহেড বোঝাই শাড়ী-কাপড় জব্দ করেছে বাগেরহাটের মোংলা কোষ্টগার্ড পশ্চিম জোন।কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মংলার টহল দল হারবারিয়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় পশুর নদীর বন সংলগ্ন নন্দবালা খাল সংলগ্ন এলাকায় দিয়ে এমভি মারিয়া নামক বাল্কহেড দ্রুত চালিয়ে যাওয়ার সময় চ্যালেন্স করা হলে চোরাকারবারীরা পন্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। সেখান উপস্থিত লোকজনের সহায়তায় বাল্কহেড তল্লাশী চালিয়ে ২৪ হাজার ৪৯৫ পিচ বিদেশী শাড়ি, ৩১ পিচ লেহেঙ্গা, ১১৯ পিচ ফ্রাক এবং ৭৬ পিস প্লাজো জব্দ উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫কোটি ৫৫ লাখ ৩৯ হাজার টাকা বলে জানায় কোষ্টগার্ড সদস্যরা। গার্ডের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, খুলনাসহ তৎসংলগ্ন এলাকায় অবৈধ বিদেশী কাপড়ের চোরাচালানী বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট, খুলনা ও সাতীরা এলাকায় কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে এবং এই সাফল্য উক্ত টহলেরই অংশ। পাচারকারীরা নিজস্বার্থ হাসিলের জন্য সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশী শাড়ি কাপড় চোরাচালানী ও চোরাইপথে আমদানি করছে যা একবারেই কাম্য নয়। চোরাচালানী বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে জব্দকৃত মালামাল।