মোংলা বন্দর কর্তৃপক্ষ বৃহত্তর ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী সমন্বিত ঐক্য পরিষদ কমিটি গঠিত হয়েছে। তিন বছর মেয়াদের নতুন এ কমিটির সভাপতি হিসেবে মো: গোলাম মোস্তফা (সিনিয়র আউটডোর এ্যাসিসটেন্ট) ও সাধারণ সম্পাদক হিসেবে এস,এম মনির হোসেন (সিনিয়র আউটডোর এ্যাসিসটেন্ট) নিবার্চিত করা হয়েছে। কমিটির অপর নেতৃবৃন্দরা হলেন, কার্যকরী সভাপতি বিপুল হোসাইন (পিএ টু ব্যবস্থাপক, প্রশাসন), সিনিয়র সহ-সভাপতি মো: শাহজাহান মিয়া (ওয়ারলেস অপারেটর), সহ-সভাপতি মো: এনায়েত হোসেন (সিনিয়র আউটডোর এ্যাসিসটেন্ট), সহ-সভাপতি মো: মতিউর রহমান (টাইড ওয়াচার), সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম (ফর্কলিফট ড্রাইভার), সহ-সভাপতি মিকাইল মন্ডল (টোপাস), অতিরিক্ত সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম (তথ্য সহকারী, অ: দা:), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুন হোসাইন (লস্কর), যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম (সিনিয়র আউটডোর এ্যাসিসটেন্ট), সহ-সাধারণ সম্পাদক খন্দকার আবু নাইম (সিনিয়র আউটডোর এ্যাসিসটেন্ট), সহ-সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান (ওয়ারলেস অপারেটর), সহ-সাধারণ সম্পাদক মো: শিমুল মল্লিক (ড্রাইভার মেরিন), ক্যাশিয়ার উজ্জল হোসেন (লস্কর), ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম দিদার (ষ্টেনো টাইপিস্ট), প্রচার সম্পাদক রাসেল মোল্লা (টাইড ওয়াচার), মহিলা সম্পাদিকা ফারহানা সোমা (সিনিয়র আউটডোর এ্যাসিসটেন্ট), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (টাইড ওয়াচার), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (অভর্যণাকারী), সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (লাইট হাউস মিস্ত্রী), ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম টিটু (কার ড্রাইভার), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ (টোপাস), কার্যকরী সদস্য আনিসুজ্জামান টিটু (ভেসেল ইলেক্ট্রিশিয়ান), কার্যকরী সদস্য মো: পারভেজ (কার ড্রাইভার) ও কার্যকরী সদস্য রানা দেব (গ্রিজার কাম পাম ড্রাইভার)।
কমিটির উপদেষ্টারা হলেন, নুরুল ইসলাম নুরু (ড্রাইভার, মেরিন), জাহিদুর রহমান (লস্কর ইনচার্জ), আমজাদ হোসেন (উচ্চমান সহকারী), সিরাজুল ইসলাম (সিনিয়র আউটডোর এ্যাসিসটেন্ট), আবু নাছের আলী আহমেদ (পারহাউস ড্রইভার), হাফিজুর রহমান (এটিআই), রেজাউল ইসলাম (ইউডিএ) ও হাসান মোল্লা (সিনিয়র আউটডোর এ্যাসিসটেন্ট)।
বৃহস্পতিবার নতুন এ ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় কর্মকতার্-কর্মচারী সমন্বিত ঐক্য পরিষদ ও উপদেষ্টাদের পূণার্ঙ্গ কমিটি প্রকাশ করেছেন পরিষদ পরিচালনা কমিটির আহবায়ক মো: ফিরোজ মিঞা (সিনিয়র আউটডোর এ্যাসিসটেন্ট) ও সদস্য সচিব মো: হযরত আলী (পি এ টু চীফ ইঞ্জিয়ার, সিভিল)। মোংলা বন্দর কর্তৃপক্ষ বৃহত্তর ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় কর্মকতার্-কর্মচারী সমন্বিত ঐক্য পরিষদের মোট সাধারণ সদস্যের সংখ্যা দেড়শ জন।