মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :: করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মোংলা ও রামপালের (বাগেরহাট-০৩ আসনের) ২ হাজার ৫‘শ মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামের আড়াইশ কর্মহীন মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর আগে মোংলা পোর্ট পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়ন এবং রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের ২ হাজার ২৫০ জন অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ড. ফরিদ।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মোংলা ও রামপালের ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫৩ টি ওয়ার্ডের ২ হাজার ৫‘শ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দেশের এই দূর্দিনে আমরা সবাই যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের দায়িত্ব নেই তাহলে এই দূর্যোগ মোকাবেলা করা অনেক সহায়ক হবে। ‘মানুষ মানুষের জন্য’ এটাই হোক আমাদের অঙ্গীকার।