বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পাওয়া গেছে এক রিক্সাচালকের মরদেহ। রবিবার বেলা ৪টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের মিত্রডাঙ্গা গ্রামে রস্তার পাশে খালে পাওয়া যায় শুকুর ফকির(৪০) এর মরদেহ। শুকুরের পকেট থাকা করোনা ভাইরাসের প্রতিষেধক টিকাকার্ডে মিলেছে তার ঠিকানা।
সে বাগেরহাট সদর থানার কাড়াপাড়া ইউনিয়নের ওয়াদুদ ফকিরের ছেলে বলে পুলিশ টিকাকার্ডের ঠিকানা যাচাই করে জানতে পেরেছে। শুকুরের স্ত্রী ও ৩ জন কন্যা সন্তান রয়েছে। মরদেহের অদূরে রাস্তার ওপর পাওয়া গেছে তার রিক্সাখানা। রিক্সার পিছনে লেখা রয়েছে ‘রাকিব সাকিব পরিবহন’। বাগেরহাট পৌরসভার সিরিয়াল নম্বর ১০২৬। ঘটনাস্থল থেকে এসআই প্রসেনজিৎত বলেন, টিকাকার্ডে পাওয় ঠিকানা যাচাই করে তার পরিচয় মিলেছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। কিভাবে শুকুরের মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।