আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
এ ইউনিয়নে এখন শুধু মাত্র সংরক্ষিত নারী আসন ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শেষে সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং অফিসার মো. সিফাত আল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলার ১৬ টি ইউনিয়নের অপর ১৫টিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৬১ জন। প্রতিটি ইউনিয়নে দলীয় মনোনয়ন বঞ্চিতরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ, যুবলীগের অনেকে স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১টি ইউনিয়নে প্রার্থী দিয়েছে।
বিএনপি নির্বাচনে না আসায় এখন নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে দৃশ্যমান হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। নৌকার প্রতিপক্ষ আওয়ামী লীগ হওয়ায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন দলীয় প্রার্থীরা। আওয়ামী লীগ দলীয় কয়েকজন প্রার্থী ইতোমধ্যে নিরাপত্তাহীনতারও অভিযোগ তুলেছেন।
এ সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক এম এমদাদুল হক বলেন, যারা আওয়ামী লীগ করে তারা কোন অবস্থাতেই নৌকার বাইরে কাজ করতে পারবেনা। দলীয় সিদ্ধান্ত সকলকে মানতে হবে। বিশৃংখলা ঠেকাতে অচীরেই কঠোর নির্দেশনা আসবে আশাকিরি।
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপের তফসিল অনুযায়ী আগামি ১১ এপ্রিল এ উপজেলার সকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।