মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে গরু চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় বিচারের দাবিতে এলাকাবাসি বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন। সোমবার বিকেলে পঞ্চকরণ ইউনিয়নের সোনাখালী ¯সুইজগেট এলাকায় ঘন্টাব্যাপী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় এলাকাবাসি।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিমান্তবর্তী পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি চেয়ারম্যান মাহবুব শিকদার, পঞ্চকরণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিমন তালুকদার, মাষ্টার ফয়সাল তালুকদার, ইউপি সদস্য ডা. সোবাহান মিয়া ও সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান শিকদার সহ ভূক্তভোগী এলাকাবাসি।
বক্তরা বলেন, গত ২ বছরে পঞ্চকরণ গ্রাম থেকে ২৪ টি গরু গোয়াল রাতের আধাঁরে এলাকার চিহিৃত অপরাধীরা নৌকা, ট্রলার যোগে চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে অবহিত করেও কোন প্রতিকার ও বিচার পায়নি ক্ষতিগ্রস্থরা।
গত ২০ জুলাই তালুকদার মো. বজলুল হকের গোয়াল ঘর থেকে দুটি গরু, একই গ্রামে নাজমুল দফাদারের ৪টি, আলি আজিম হাওলাদার ও তার সহোদর বারেক হাওলাদারের ৩টি, আউয়াল হাওলাদারের ৩টি, জলিল হাওলাদারের ৪টি গরুসহ গত ২ বছরে কমপক্ষে ২৪টি গরু নিয়ে যায় চোর চক্রটি।
ভূক্তভোগীদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার স্থানীয় শালিশ ব্যবস্থার নামে ঘটনা ধামাচাপা দিয়ে অপরাধীদের পার করে দেন। ওই এলাকায় দুটি বাড়িতে মাদক সেবীদের আড্ডা, যৌন হয়রানীসহ বহিরাগত অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে বলেও সভায় বক্তারা অভিযোগ করেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সোনাখালী থেকে ঘষিয়াখালী পর্যন্ত নৌ রুটে পুলিশের পাহারায় জোরদার দাবি জানিয়েছেন বিক্ষোভকারিরা।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, পঞ্চকরণে গরু চুরির বিষয়ে কোন অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।