
উপজেলা চেয়ারম্যানম্যান অ্যাড. শাহ্-ই-আলশ বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ আনুষ্ঠানিকভাবে মেশিনগুলো হস্তান্তর করেন। এ ছাড়াও এদিন সাড়ে ৫ মেট্রিকটন উচ্চ ফলনশীল জাতের ধানবীজ ও ১৬ মেট্রিক টন সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা এ সময় উপস্থিত ছিলেন।