সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যাকান্ডে গ্রেফতার বাবা-ছেলেকে আদালতে সোপর্দ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যাকান্ডে গ্রেফতার বাবা-ছেলেকে আদালতে সোপর্দ

বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান ২ আসামি মাহিম আলম ফরিদ (৪০) ও তার ছেলে আসিফ হাওলাদার(১৯)কে বুধবার আদালতে সোপর্দ করেছে মোড়েলগঞ্জ থানা পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে আসামির কথিতমতে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটিকেও উদ্ধার করে পুলিশ।
ঘটনার দিন গত ৪ জুলাই সোমবার দুপুর ২ টার দিকে মোরেলগঞ্জ উপজেলা সদরের প্রাণী সম্পদ হাসপাতালের সামনে মোটর সাইকেল স্টান্ডে প্রকাশ্য দিবালোকে জাহাঙ্গীর হাওলাদার(৪০) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে প্রথমে লাঠি দিয়ে মারপিট করে কথিত মোটর শ্রমিক সংগঠনের সহ-সভাপতি উক্ত ফরিদ ও তার ছেলে হাসিব। এ সময় আত্মরক্ষার জন্য জাহাঙ্গীর দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও চাকু দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরি আঘাত করে গ্রেফতর হওয়া ফরিদ ও তার ছেলে হাসিব। জাহাঙ্গীরের কলেজ পড়–য়া ছেলে সাকিব হোসেন বাবাকে রক্ষায় এগিয়ে গেলে সন্ত্রাসীরা তারও মুখমন্ডল, হাত ও পেটে চাকু দিয়ে আঘাত করে।
স্থানীয় লোকজন রক্তাক্ত জখম জাহাঙ্গীর ও তার ছেলে সাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাহাঙ্গীরকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার (সোমবার) রাতেই নিহত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩, তারিখ-৫.৭.২০২২। নিহত জাহাঙ্গীর পৌর সদরের ২ নং ওয়ার্ড বারইখালীর নিকারী পাড়ার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
এদিকে ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। সর্বশেষ চাঞ্চল্যকর এ হত্যা কান্ডের ২৪ ঘন্টা পেরুতে না পেরুতেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার দুপুর ২টার দিকে খাউলিয়া ইউনিয়নের ছোটপড়ি ও খেজুরবাড়িয়া গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে এ মামলার ১ ও ২নং আসামি মাহিম আলম ফরিদ (৪০) ও তার ছেলে আসিফ ওরফে হাসিব হাওলাদার(১৯)কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার প্রধান আসামি কথিত মটর শ্রমিক সংগঠনের সহ-সভাপতি মাহিম আলম ফরিদ উপজেলার বারইখালী ইউনিয়নের বারইখালী গ্রামের আব্দুল গনী হাওলাদারের ছেলে ও ২নং আসামি আসিফ হাওলাদার প্রধান আসামি মাহিম আলম ফরিদের ছেলে। ফরিদ বৈবাহিক সূত্রে পৌর সভার ২ নং ওয়ার্ড বারইখালীর নিকারী পাড়ার ঘরজামাই হিসেবে বসবাস করে আসছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৩

চিতলমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও ক্রেস্ট প্রদান

মোল্লাহাটে নিরাপত্তার চেয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন

চিতলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোংলা নদীর ত্রিমোহনায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ফকিরহাট পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।