সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালন

মোরেলগঞ্জ প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা অফিস, ফায়ার সার্ভিস, শিক্ষা অফিস, মোড়েলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা মো.আলী হাসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, প্রেসক্লাব সভাপতি এইচ এম মইনুল ইসলাম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে শোক দিবসে দুস্থ অসহায় ২১০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম এবিএম মিজানুর রহমান।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যলয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অপর্ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদারসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। #
॥ বারইখালী ॥
মোরেলগঞ্জে ইউপি সদস্য মিজানুর রহমান বিপুর উদ্যোগে ভরাঘাটা এলাকায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আওয়ামালীগ নেতা আব্দুল জলিল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন বারইখালী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আউয়াল খান মহারাজ, সাবেক পুলিশ পরিদর্শক আওয়ামী লীগ নেতা সুলতান আহম্মেদ ফকির। বক্তব্য রাখেন সাবেক বিডিয়ার সদস্য সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান বিপু, মাষ্টার বদরুল ইসলাম, বদিউজ্জামান হিরুসহ ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া শেষে তবারক বিতরন করা হয়।
॥ জিউধরায় ॥
জিউধরা ইউনিয়নে রোববার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশার নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ কাকরাতলী অস্থায়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আলোচনা সভা দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে। সভায় সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মৃধা। সভায় বক্তাব্য রাখেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপন, তাতীলীগের সভাপতি হাসানুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম খান, যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম মধু, সাবেক ছাত্রলীগ নেতা মেজবা ফাহাদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আ. হাকিম মৃধা, রুহুল আমীন শেখ, আবজাল হোসেন মোল্লা, যুবলীগ নেতা শিমুল কান্তি মিস্ত্রী, মৎস্যজীবী লীগ নেতা মোশারেফ হোসেন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, আলী আজিম সুজনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোরেলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত শহিদুল ইসলাম খান

রামপালে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেনের নির্বাচনী পথসভা

রামপালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

রামপালে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল তিন প্রাণ

ফকিরহাটে এসএসিপি প্রকল্পের সবজি ক্ষেত পরিদর্শনে ইফাদের প্রতিনিধিদল

রামপালে গাঁজাসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।