বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা ডরপ পনিই জীবন ফেইজ-৩, সেবাদান কারী প্রতিষ্ঠানের সাথে পানি, স্যানিটেশন ও জলবায়ু বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার রতন কৃষ্ণ দাস, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. সাইদুর রহমান, বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান টি এম রিপন, সাংবাদিক গনেশ পাল, ডরপের উপজেলা কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মো. আবু বকর, অলোক দাস, মা সংসদের স্পিকার সুফিয়া খাতুন, গ্রাম স্বাস্থ্য দলের সভাপতি রহিমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসরকারী সংস্থা র্ডপের উপজেলা ফিল্ড অফিসার মো. শওকত চৌধুরী। এ কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকুলীয় অঞ্চল এ উপজেলার মানুষের জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে। নদীগর্ভে প্রতিনিয়ত বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলী জমি, অতিরিক্ত লবনাক্তার কারনে কৃষক একাধিক ফসল উৎপাদন করতে পারছেনা। সুপেয় পানির ও রয়েছে তীব্র সংকট । তাদের কাঙ্খিত একাধিক সেক্ষেত্রে সরকারের অঞ্চলভিত্তিক পরিকল্পিত পৃথক বাজেট প্রনয়ণ করার একই সাথে টেকসই বেড়িবাধ নির্মানের জোড় দাবি জানান বক্তারা।