বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের পশ্চিম সরালিয়া গ্রামের দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ সহ ৩ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হল, শাহনাহ বেগম (৩৬), দাখিল পরীক্ষার্থী রাকিব শেখ (১৬), ১০ শ্রেণীর ছাত্রী লামিয়া (১৪) ও মারিয়া (১৫)। এদের মধ্যে গুরুতর আহত শাহনাহ বেগম ও রাকিব শেখকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, ঘটনার রাতে বাদশা শেখের স্ত্রী শাহনাহ বেগম , তার মেয়ে লামিয়া আকতার ও কবির শেখের মেয়ে মারিয়া আকতার তাদের পুরাতন বাড়ি থেকে নতুন বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে রাস্তায় প্রতিবেশি সত্তার শেখের পুত্র মিলন শেখের নেতৃত্বে দুর্বৃত্তরা তাদের মারপিট ও কুপিয়ে আহত করে । এসময় তাদের আত্মচিৎকারে রাকিব শেখ এগিয়ে গেলে তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। হামলাকারীদের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। জমি-জমা নিয়ে বিরোধের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এছাড়াও বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।