মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউনিয়ন যুবলীগ নেতা বাবু ফরাজী ফসলী জমির ধান কাটতে বাঁধা প্রদান।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা একই দিনে বিষয়টি স্থানীয় এমপি এ্যাড.আমিরুল আলম মিলনকে অবহিত করেন।
জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোটবাদুরা গ্রামে বাক প্রতিবন্ধী আলী হোসেন মৃধার সাথে জমি জমা নিয়ে দীর্ঘ ১০-১৫ বছর ধরে একই গ্রামের প্রতিবেশী মৃত.আবুবকর ফরাজীর ছেলে হিরু ফরাজীর সাথে ১ একর ৫৬ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত সোমবার আলী হোসেন মৃধার ছেলে সাইফুল মৃধা সহ পরিবারের লোকজন সকালে রোপনকৃত জমির ধান কাটতে যায়।
এ সময় হিরু ফরাজীর পুত্র ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি বাবু ফরাজীর নেতৃত্বে সশস্ত্ররা তাদের উপর হামলা ও কুপিয়ে প্রতিবন্ধী আলী হোসেন মৃধার স্ত্রী বকুল বেগম (৪০), পুত্র সাইফুল (৩০), সাব্বির (২৫) ও চাচাতো ভাই মোশারেফ হোসেন(৫০) গুরুত্বর জখম করে।
এ ঘটনায় বকুল বেগম বাদি হয়ে বাবু ফরাজী সহ ৫ জন ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে পৃথক পাল্টা মামলা দায়ের করেছে। এদিকে এলাকাবাসি ও ভূক্তভোগীর পরিবার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচন করার দাবী জানিয়ে প্রশাসেনর উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ সর্ম্পকে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম বলেন, বাবু ফরাজী ওই ওয়ার্ডের যুবলীগের সভাপতি নয়। তবে সে যুবলীগের একজন কর্মী। এ বিষয়ে বাবু ফরাজী সংশ্লিষ্ট ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নিজেকে দাবি করেন। #