বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ও রামচন্দ্রপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১০ হাজার পরিবার। বুধবার সকালে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৬ হাজার ২৩ পরিবারকে ৪৫০ টাকা ও ৫শ’ পরিবারকে ৫শ’ টাকা করে সহায়তা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্ত রতন কুমার দাস, ইউপি সচিব দেবাশিস মজুমদার, ইউপি সদস্য জসিম উদ্দিন মৃধা, আনোয়ার হোসেন।
অপরদিকে রামচন্দ্রপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ৩ হাজার ২৯১ জন ও ৫শ’ পরিবারকে ৫শ’ টাকা ঈদ উপহার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ইউপি সচিব হাবিবুর রহমান, ট্যাগ অফিসার রবিউল ইসলাম।
এ সময় চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু ও আব্দুল আলীম বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে গরিব হতদরিদ্র দিনমজুর মানুষ সহায়তা পান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ ঈদ উপহার প্রতিটি ঘরেই সঠিকভাবে পৌছে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে যে যেখানেই অবস্থান করছেন সেখানে বসেই ঈদ উৎসব পালন করার আহবান জানান। এ সময় তারা প্রধানমন্ত্রীর দীঘায়ু কামনা করে দোয়া করেন।