বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে অভিযান চালিয়ে দুটি ট্রলার আটক ও ৯০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. দেলোয়ার হোসেন নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন।
এফ বি মা ও এফবি সীমা নামের দুটি মৎস্য টলার সমুদ্র থেকে অবৈধভাবে মৎস্য আহরণ করে বিক্রির উদ্দেশ্যে বাগেরহাটে যাচ্ছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ কোষ্ট গার্ডের কন্টিজেন্ট অফিসার মজিবুর রহমানের নেতৃত্বে একটি টিম সকালে অভিযান চালিয়ে পানগুছি নদী থেকে জাল ও ৮-১০ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ আটক করে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায় জানান, আটক এফ বি মা ট্রলারের মালিক সেলিম চৌধুরী ও এফবি সীমা ট্রলারের মালিক হাফিজুর রহমান। দু’জনার বাড়ি পাথরঘাটা উপজেলায়। উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সামুদ্রিক আহরণ ও বিপণন নিষিদ্ধ রয়েছে।