মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবন্ধীবান্ধব অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য খুলনার মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন। সভাপতিত্ব করেন ছিলেন কেএমএসএস-র নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি) প্রকল্পের আওতায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর তত্বাবধানে এফসিডিও’র আর্থিক সহযোগিতায় কেএমএসএস এ প্রশিক্ষনের আওেয়াজন করে। উপজেলার ১৬টি কমিউনিটি ক্লিনিকের সিএসসিপিগন প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।