বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য সাবেক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার সম্ভব্য মেয়র প্রার্থী হিসেবে লিপলেট বিতরণ করেছেন।
শুক্রবার দুপুরে তিনি পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে সুভরাজকাঠি, সোলমবাড়িয়া, সানকিভাঙ্গা এলাকায় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে লিপলেট বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার বলেন, মোরেলগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তিত করতে এলাকায় রাস্তাঘাট, সুপেয় পানি, ড্রেনেজ ব্যবস্থা ও উন্নত করতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। পাশাপশি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার সুফল সাধারণ মানুষের মাঝে পৌছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দীর্ঘদিনের আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন।