বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরায় একই দিনে মৎস্য ঘের দখল ও সাবেক ইউপি সদস্যর ঘেরের গৈ-ঘর ভাংচুরের পৃথক দুটি ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগিরা।
অভিযোগে জানা গেছে, জিউধরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আসালতা মন্ডল পালের খন্ড গ্রামে ২ একর ৬৪ শতকের একটি মৎস্য ঘের করছেন কয়েক বছর ধরে। স্থানীয় একটি প্রভাবশালী সহল ঘেরটি দখলের পায়তারায় শুক্রবার রাতে হামলা চালিয়ে গৈ-ঘর ভাংচুর করে। একই গ্রামের মানিক মাঝির নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্রেখ করা হয়েছে। একইদিন দুপুরে বরইতলা গ্রামের রনজিৎ পাইকের ২ একর ৫২ শতকের একটি মৎস্য ঘেরে হামলা মারপিট করে গৈ-ঘর ভাংচুর তরে ঘেরটি দখল করে নিয়েছে একই গ্রামের প্রতিপক্ষ অসিম হালদার ও তাপস হালদারের নেতৃত্বে প্রতিপক্ষরা। সেখানে নতুন করে গৈ-ঘর তুলছে দখলকারি প্রতিপক্ষরা।
এ ঘটনায় ভূক্তভোগী ঘের মালিক সাবেক ইউপি সদস্য আসালতা মন্ডল বাদি হয়ে মানিক মাঝির বিরুদ্ধে ও ঘের মালিক রনজিৎ পাইকের স্ত্রী অনিমা পাইক বাদি হয়ে অসিম হালদারের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী আসালতা মন্ডল বলেন, দীর্ঘ ১৫/২০ বছর ধরে তার পৈত্তিক সম্পত্তিতে শান্তিপূর্ন ভাবে ঘের করে আসছেন। ঘেরটি দখলের পায়তারায় ক্ষমতাসীনদের ছত্রছায়ায় প্রভাবশালী একটি মহল উঠে পড়ে লেগেছে। বিভিন্ন সময়ে তার পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছে। আতংকে রয়েছে পরিবার পরিজন নিয়ে সাবেক ইউপি সদস্য আসালতা মন্ডল।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #