বাগেরহাটের মোরেলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিন ব্যাপি নানা কর্মসূচি রোববার বিবেলে সমাপ্ত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু ও শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা ,চিত্রাংকন, ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদ্যালয় চত্বরে জাকজমকপূর্ণ অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান, শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খ.ম লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ. গফফার খান, প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সহ-সাধারণ সম্পাদক এম.পলাশ শরীফ, আব্দুল গনি হাওলাদার, বিদ্যালয়ের সভাপতি আব্দুস ছামাদ মুন্সী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম খান।
পরে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।