বাগেরহাটের মোড়েলগঞ্জে সদর ইউনিয়নে হতদরিদ্র ও মৎস্যজীবী ৩৫১ পরিবার পেলেন ভিজিএফ’র ও ভিজিডির চাল।
সোমবার সকাল ১১টায় পরিষদ কার্যালয়ে হতদরিদ্র ১৪০ জন ভিজিডি সুবিধাভোগী ৩০ কেজি করে ও জাটকা আহরণকারি থেকে বিরত থাকা ২ মাসের ২১১ জেলে পরিবারের মাঝে ৮০ কেজি করে এ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মাহমুদ আলী ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, ইউপি সচিব মো. সালাহ্ উদ্দিন, ইউপি সদস্য মিলন শেখ, জাহাঙ্গীর হোসেন, মোসা. জাহানারা বেগম, নাছিমা আক্তার, উপজেলা মৎস্য অফিসের এফএ মনিরুজ্জামান, অমিত বিশ^াস ও ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি গিয়াস তালুকদার।
এ সময় চেয়ারম্যান মাহমুদ আলী বলেন, করোনা ভাইরাস মুর্হুতে গৃহে অবস্থানকারি মানুষের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা দিয়ে আসছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। ভালো থাকে তারা। এর পূর্বে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য সারহান নাসের তন্ময় দেওয়া মাস্ক সকলের মাঝে বিতরণ করেন। প্রধানমন্ত্রীর জন্য দীর্ঘায়ু কামনা করেন তিনি।