সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার ঘটনায় থানায় মামলা দায়ের | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় সোমবার মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-০১, তারিখ-০১.৩.২০২২।
আহতরা হল আমিনুল ইসলাম মিলন(৩৯), সজল শেখ (২০), হাসিব শেখ (১৮) ও রিয়াজুল ফরাজী (২৪)। গুরুতর জখম আমিনুল ইসলাম মিলনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার বিবরনে জানাগেছে, ঘটনারদিন শনিবার পঞ্চকরণ গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম মিলন মাটি কাঁটা শ্রমিক নিয়ে ভোগদখলীয় জমিতে যায়। এসময় জমিতে মাটি কাঁটার কাজ চলাকালীন সময়ে মো. সুমন শেখ (৩০), পিতা মো. আলী আকবার কালু (৫৮), ফারুক হাওলাদারের নেতৃত্বে ৯-১০ জনের সশস্ত্র দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় আমিনুল ইসলাম মিলন সহ ৪ জন আহত হয়। ২নং আসামি আলী আকবার কালুর বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় চুরি, নাশকতা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
আহতদের প্রথমে মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মিলনের অবস্থায় অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। আহত মিলনের পিতা সোহরাব হোসেন হাওলাদার বাদী হয়ে সুমন শেখ, আলী আকবর কালু সহ নামীয় ৯ জন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে মামলা দায়ের হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৩

চিতলমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও ক্রেস্ট প্রদান

মোল্লাহাটে নিরাপত্তার চেয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন

চিতলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোংলা নদীর ত্রিমোহনায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ফকিরহাট পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।