বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় সোমবার মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-০১, তারিখ-০১.৩.২০২২।
আহতরা হল আমিনুল ইসলাম মিলন(৩৯), সজল শেখ (২০), হাসিব শেখ (১৮) ও রিয়াজুল ফরাজী (২৪)। গুরুতর জখম আমিনুল ইসলাম মিলনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার বিবরনে জানাগেছে, ঘটনারদিন শনিবার পঞ্চকরণ গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম মিলন মাটি কাঁটা শ্রমিক নিয়ে ভোগদখলীয় জমিতে যায়। এসময় জমিতে মাটি কাঁটার কাজ চলাকালীন সময়ে মো. সুমন শেখ (৩০), পিতা মো. আলী আকবার কালু (৫৮), ফারুক হাওলাদারের নেতৃত্বে ৯-১০ জনের সশস্ত্র দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় আমিনুল ইসলাম মিলন সহ ৪ জন আহত হয়। ২নং আসামি আলী আকবার কালুর বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় চুরি, নাশকতা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
আহতদের প্রথমে মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মিলনের অবস্থায় অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। আহত মিলনের পিতা সোহরাব হোসেন হাওলাদার বাদী হয়ে সুমন শেখ, আলী আকবর কালু সহ নামীয় ৯ জন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে মামলা দায়ের হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।