বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী ৮ম শ্রেণির এক ছাত্র নিহত ও অপর দুজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন সাজ্জাল(১৪) গুলিশাখালী গ্রামের দিনমজুর খলিল সাজ্জালের ছেলে। সে স্থানীয় আর.এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। অপর আহত মোটরসাইকেল চালক রিয়াদুল চাপরাশি(২৫) ও তার ভাই সেরাজুল চাপরাশিকে (২৭) মোড়েলগঞ্জ আরএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘটনার সময় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ওষুধ বহনকারী ঢাকা মোট্রো-ম-১১-২৯৯২ নং পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলে থাকা ৩ জনই রাস্তার বাইরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে খুলনায় নেওয়ার পথে সে মারা যায়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।