বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬টি ইউনিয়নের প্রত্যান্ত গ্রামগুলো থেকে ১৮৪ শ্রমিক গেলেন বিভিন্ন জেলার বিলঞ্চলে ধান কাটতে।
রোববার দুপুরে স্বাস্থ্য বিধি মেনে এ বছরে প্রথম ধাপে প্রত্যায়ন দিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল ইসলাম শ্রমিকদের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।
১৬ টি দলে টিম ভিত্তিক ১৬ জন গ্রুপ প্রধানসহ ১৮৪ জন শ্রমিক বিলঞ্চলে ধান কাটতে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া, বরিশাল জেলার আগৈলঝড়া, উজিরপুর, নাজিরপুরসহ বিভিন্ন স্থানে কাজ করবেন বলে জানিয়েছেন শ্রমিকরা। এ সময় প্রাণঘাতি করোনা ভাইরাস সচেতনতায় স্বাস্থ্য বিধি মেনে কাজ করার নির্দেশনাও প্রদান করে এ কর্মকর্তারা।