বাগেরহাটের মোরেলগঞ্জে প্রথম বারেরমত বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনষ্টিটিউটের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার রাত ৮টায় স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন নাসিং ইনষ্টিটিউটের মোরেলগঞ্জ শাখার উদ্ধোধন করেন।
এ সময় ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, অমল সাহা নান্টু, সংসদ সদস্য’র এপিএস এনামুল হক এনাম উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে মাওলানা আ. ছালাম খান, আনোয়ার হোসেন ও আবুল আলা শরীফ প্রমুখ।
এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক মো. সজিব হোসাইন জানান, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় অনুমোদিত এবং নার্সিং কাউন্সিল ঢাকা কর্তৃক অধিভূক্ত এ ইনস্টিটিউটটির শাখা এখন থেকে মোড়েলগঞ্জে নিয়মিত চালু থাকবে।